Top Ad unit 728 × 90

Breaking News

সংবাদ

সৌদি আরবে প্রথম রোজা শুক্রবার


জনপ্রিয় অনলাইন : সৌদি আরবে আজ ২৯ শাবান পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি।

তাই সৌদি আরবে শুক্রবার (২৪ এপ্রিল) থেকে রোজা শুরু হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। বিশ্বব্যাপী করোনাভাইরাসের পাদুর্ভাবের কারণে সৌদি আরবে এবার ভিন্ন রকমের রমজান অতিবাহিত হবে। ইতিমধ্যেই সৌদি আরবের সকল মসজিদ বন্ধ ঘোষণা করা হয়েছে। এবং মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে ১০ রাকাত তারাবীহ আদায়ের ঘোষণা দেওয়া হয়েছে।  এছাড়া ইতেকাফ সহ যাবতীয় স্বাভাবিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।  গত সপ্তাহে সৌদি আরবের গ্রান্ড মুফতি শাইখ আব্দুল আজিজ আলে শাইখ ঘোষণা দেন, সৌদি আরবে আসন্ন রমজানে তারাবীহ অনুষ্ঠিত হবেনা। তারাবীহ যার যার ঘরে আদায় করবে। এমনকি ঈদের নামাজও ঘরে আদায়ের কথা বলেন তিনি।


সৌদি আরবে প্রথম রোজা শুক্রবার Reviewed by JONOPRIO24 on ১২:৫১:০০ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

All Rights Reserved by স্পেনে অফিসিয়াল তথ্য © 2014 - 2015
Powered By Blogger, Shared by Free WP Themes

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.